About Us

News & Events

প্রেসবিজ্ঞপ্তি

Date : 2017/08/24

আজ ২৪ আগস্ট, ২০১৭ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর মিনিঅডিটরিয়ামে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভাঅনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে ভাইসচ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক নেতৃত্বেই এদেশ স্বাধীন হয়েছে; এ বিষয় নিয়ে বিতর্কের অবকাশ নেই। এমনকি জিয়াউর রহমান ও স্বীকার করতেন বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক। কিন্তুু জেনারেল জিয়াউর রহমানের মৃত্যুর পর এ বিষয় নিয়েও বিতর্ক তৈরি করা হয়। তিনি বলেন, বর্তমানে দেশের উন্নয়নের প্রতি ঈর্ষান্বিত একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই বঙ্গবন্ধুকে নিয়ে বর্তমানে বিতর্ক তৈরি করা হচ্ছে। আমাদের মাথাপিছু আয় বেড়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এসেছে। তাই ঐ মহলটি মেনে নিতে পারছেনা। তাছাড়া আমাদের চারিদিকে খন্দকার মোশতাকদের সংখ্যা বেড়ে গেছে।
ভাইস চ্যান্সেলর আরো বলেন, এখন বঙ্গবন্ধুর আদর্শেরঅনুসারীদেরকে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে, ঐক্যবদ্ধ হয়ে স্বচ্ছতা, বিশ্বস্ততা ও সততার সাথে কাজ করতে হবে। কথা ও কাজের মিল থাকতেহবে । তাহলেই কেবল বঙ্গবন্ধুকে ভালবাসা হবে।
শাবিপ্রবি প্রসঙ্গে ভাইস চ্যান্সেলর বলেন, আমার একমাত্র এজেন্ডা হচ্ছে এ বিশ্ববিদ্যালয়টিকে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করা এবং শিক্ষা ও গবেষণায় বিশ্বের দরবারে পরিচিত করে তোলা। এজন্য তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবারের সকলকে সততা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম ও সাধারণ সম্পাদক মো. মুহিবুল আলম, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মো. কবির হোসেন, প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ ইউনুছ, এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. এ জেড এম মঞ্জর রশীদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুল গণি, ছাত্রউপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার, প্রফেসর ড. আব্দুল আউয়াল বিশ্বাস, প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, প্রফেসর. ড. মস্তাবুর রহমান, প্রফেসর আমেনা পারভীন, প্রফেসর ড. এ এইচ এম বেলায়েত হোসেন, প্রফেসর ড. মো. ফারুকউদ্দীন, প্রক্টর মো. জহির উদ্দীন আহমদ, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মুর্শেদ আহমেদ, সহয়াক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দীন, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য মো. সাজিদুল ইসলাম সবুজ, শাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমীন এবং সংগঠনটির সাধারণ সম্পাদক ইমরান খান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
আলোচনার সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচলনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মুতিউর রহমান।

(মুহাম্মদ ইশফাকুল হোসেন)
রেজিস্ট্রার