About Us

News & Events

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি এর তত্ত্বাবধানে দিনব্যাপী তৃতীয় শ্রেণীর কর্মচারীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের সুশাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Date : 2018/04/24

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর তত্ত্বাবধানে দিনব্যাপী তৃতীয় শ্রেণীর কর্মচারীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের সুশাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর সেমিনার কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আশরাফুল আলমের সঞ্চালনায় ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আবদুল আউয়াল বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ এবং রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শাবির সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. আ ক ম মাহবুবুজ্জামান, রেজিস্ট্রার মোঃ ইশফাকুল হোসাইন ও হিসাব দপ্তরের পরিচালক আ ন ম জয়নাল আবেদীন।